আগরতলায় হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ ও সমাবেশ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বুধবার ৪ ডিসেম্বর খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরের সামনে থেকে শুরু হয়ে মাতৃপীঠ স্কুলের মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি মাওঃ সুলতান আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সমাজকল্যাণ সম্পাদক বোরহান উদ্দীন সিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা সভাপতি তোফায়েল আহমদ, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ সভাপতি মাওঃ ইয়াসিন, জেলা সাধারণ সম্পাদক মাও আবুল কালাম আযাদ, সহ সাধারণ সম্পাদক মাও কবির আহমদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ, বৈষম্যে বিরোধী ছাত্র প্রতিনিধি মুজাহিদ শিহাব, রাকিব ভূইঁয়া প্রমুখ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহ সাধারণ সম্পাদক মনির হোসেন শিপন, যুব বিষয়ক সম্পাদক সেলিম রেজা, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি আব্দুল্লাহ, শহর সভাপতি মুহা . জহির, মাও সাইফুল আখন্দ, ডাঃ মনির প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম ও শিষ্টাচারের লঙ্ঘন। উগ্রবাদী এ হামলার জন্য দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ ঘটনায় নিন্দা প্রকাশ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পর্ক যাতে শান্তিপূর্ণ থাকে এবং দেশের সম্মান বজায় থাকে, সেজন্য এ ধরনের উস্কানিমূলক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ৪ ডিসেম্বর ২০২৪

Share