আখেরি মোনাজাতে শেষ হচ্ছে চাঁদপুরের ইজতেমা

বিশ্ব ইজতেমার তত্ত্বাবধানে এই দ্বিতীয়বারের মতো চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা চরের মেঘনা নদীর দুর্গম চরে তিনদিন ব্যাপী শুরু হয়েছে আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) থেকে অনুষ্ঠিত এ ইজতেমার সার্বিক আয়োজন করছে টঙ্গীর বিশ্ব ইজতেমা কমিটি।

ইজতেমায় অংশ নিতে নৌ পথে লঞ্চ ও ট্রলারযোগে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসছেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়ে শনিবার (০৪ ডিসেম্বর) বাদ জোহর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

হাইমচর ঈশানবালা চরের মেঘনার দুর্গম চরে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমার শেষ দিন আজ

আয়োজক কমিটির সূত্রে জানা যায়, এ ইজতেমায় ২০-৩০ হাজারের বেশি লোকের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে। লোক আসতে শুরু করেছে। মানুষের ঢল নেমেছে ইজতেমা প্রাঙ্গণে। ইজতেমা উপলক্ষে ঈশানবালা চরের মেঘনা নদীর তীরে ১০ একর জমিতে ইতোমধ্যেই প্যান্ডেল তৈরি করে চলছে ইজতেমা। সেখানে মুসল্লিদের গোসল ও ওযুর ব্যবস্থাসহ শতাধিক টয়লেট নির্মাণ করা হয়েছে।

ইব্রাহিম খলিল ও আহমেদ জামানসহ বেশ কয়েকজন মুসল্লী বলেন, আল্লাহ কবুল করেছেন, তাই ইজতেমায় এসেছি। ইজতেমা না হওয়ার জন্য অনেক বাঁধা বিপত্তি এসেছে। এতকিছুর মধ্যে আল্লাহ ইজতেমা কবুল করেছেন। আমরা সকল সাথীরা খুশি এখানে এসে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ইজতেমা কমিটি অনুমতি না নিয়েই সেখানে ইজতেমায় বসেছে। আমরা তাদের কার্যক্রম সম্পর্কে অবগত নই।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৪ ডিসেম্বর ২০২১

Share