জাতীয়

আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শেষ দিন আজ রোববার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে এ বছরের ইজতেমা।

আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। এর আগে এ বছর ইজতেমার প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

নিবার দুপুর ১২টায় ইজতেমাস্থলে গিয়ে দেখা যায়, তুরাগপারে লাখো মুসল্লির জমায়েত। বিশাল ইজতেমা ময়দানজুড়ে টানানো শামিয়ানার নিচে কেউ বয়ান শুনছেন, কেউ তসবিহ জপছেন, কেউবা পড়ছেন ইসলামি বই। কেউ ব্যস্ত ছিলেন রান্না, খাওয়াদাওয়ায়ও। এভাবেই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন পার করেন মুসল্লিরা। এদিন মূল ময়দানের বাইরেও সড়ক ও অলিগলিতে ছিল মুসল্লিদের চলাচল। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা হাঁটছিলেন সার বেঁধে, শৃঙ্খলাবদ্ধভাবে।

গতকাল বাদ ফজর ভারতের মুরব্বি মো. মুরসালিনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ পর্বের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান শেষ হয় সকাল সাড়ে আটটায়। বয়ান শেষে মুসল্লিরা নিজেদের মধ্যে আলোচনা করে কেউ চলে যান রান্নার কাজে। অন্যরা ছোট ছোট দলে ভাগ হয়ে শোনেন ইসলামি আলোচনা। কাউকে দেখা যায় পবিত্র কোরআন তিলাওয়াত ও শুদ্ধভাবে নামাজ অনুশীলন করতে। এরই মধ্যে সময় হয় জোহরের নামাজের। পরে বড় জামাতে নামাজ আদায় করেন তাঁরা। জোহরের নামাজের পর পুনরায় শুরু হয় আমবয়ান।

খাগড়াছড়ির মাটিরাঙা থেকে ৯০ জনের একটি দল জামাতবদ্ধ হয়ে এসেছেন ইজতেমায়। তাঁরা ইজতেমায় অংশ নিতে দুই দিন আগেই প্রবেশ করেন মূল ময়দানে। কথা হয় তবলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবদুল কাশেমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি আল্লাহর উপাসনা করতে এবং গুনাহ মাফের জন্য। আমরা চাই, দেশের সব মুসল্লি এক হয়ে দাওয়াতি কাজ করবেন।’

এদিকে দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনা ও অসুস্থতাজনিত কারণে গতকাল দুপুর পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইজতেমায় গতকাল আসরের নামাজের পর ১০টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি। ইজতেমা ময়দানের বিদেশি কামরায় এসব বিয়ে পড়ান মাওলানা শামিম। এ সময় বর ও কনেপক্ষের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস রিপোট

Share