চাঁদপুর

নভেম্বরে চাঁদপুরে শুরু হচ্ছে ইজতেমা

চাঁদপুরে আগামি ২২,২৩ ও ২৪ নভেম্বর জেলা ইজতেমা পশ্চিম জাফরাবাদ মেঘনা নদীর তীরে গেলো বছরের স্থানেই অনুষ্ঠিত হবে।

জেলা তাবলীগ জামাতের শূরার সাথীদের পরামর্শে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপলক্ষ জেলা ইজতেমা সফল করতে স্থানীয় একটি কমিটিও গঠন করা হয়।

প্রধান উপদেষ্টা চাঁদপুর পৌর সভার মেয়র আলহাজ্ব নাছির আহমেদ।

সভাপতি চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আ.হামিদ মাস্টার,আলহাজ্ব সিরাজুল ইসলাম খান, আহসান উল্যাহ আখন্দ,প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, সালাউদ্দিন বাবর,সাধারণ সস্পাদক মোহাম্মদ আলী মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান দোলন,আবুল কাসেম আখন্দ,আ.লতিফ গাজী,ফরিদ আহমেদ বেপারী, নজরুল ইসলাম নজু বেপারী।

সদস্য : মফিজ বেপারী, বাবুল পাটওয়ারী,নাছির খান,বোরহান খান, লিলু হাওলাদার, হারুন খান, দিলদার খান, মালেক শেখ, মোশারফ হোসেন মানিক মাঝি, হাসান গাজী, আলহাজ্ব আ.মান্নান শেখ, সেলিম খান, কাশেম খান, জয়নাল খান, নান্নু মাঝি, আ.সাত্তার রাঢ়ি, মাওলানা মাহাবুবুর রহমান,কবির খান, আ. মমিন বেপারী, কামাল হাওলাদার,খন্দকার জাহাঙ্গীর আলম, আ. ওহাব মজুমদার, নজরুল ইসলাম গাজী, জাকির সরদার, মরণ হাওলাদার, শহিদুল ইসলাম শেখ, গাজী মো.মহসিন, মো.নূরে আলম, উজ্জ্বল তালুকদার, রেফায়েত উল্ল্যাহ, জাহাঙ্গীর গাজী, চুন্নু মিয়া, মোবারক বেপারী,খায়ের মিজি,শাহাদাত হোসেন, মিজান মোল্লা, রেজাউল করিম বিপ্লব, আলহাজ্ব আবুল কালাম হাওলাদার, তাজুল ইসলাম দুলাল পাটওয়ারী, মাসউদ হাওলাদার।

ইজতেমা সফল করতে উপদেষ্টা কমিটি,স্থানীয় কমিটি, ইন্তেজামিয়া কমিটি শূরার সাথীদের পরামর্শ মতে এ কমিটি গঠন করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর, ২০১৮

Share