আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিনব্যাপী চাঁদপুরে আঞ্চলিক ইজতেমা। আজ শনিবার দুপুরে কাকরাইলের মুরব্বি মাওলানা মোহাম্মদ উল্লাহ হেদায়েদী বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য হেদায়েত কামনাসহ দুনিয়া ও আখেরাতের কল্যানের জন্য দোয়া কামনা করা হয়।
গত বৃহস্পতিবার বাদ ফজর চাঁদপুর শহরের পুরাণবাজার স্টার আলকায়দ জুট মিল মাঠে আম বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এতে আয়োজকরা ওই মাঠে লাখ লোকের সমাগমের জন্য সব ধরনের আয়োজন করেন। এতে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় সেখানে পানি ও বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করেন।
তাবলীগ জামাতের জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ বলেন,বিশ্ব ইজতেমাকে ঘিরে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে এই আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন,রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন। ঢাকার কাকরাইলের মুরব্বি হেদায়েতী বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এতে ভারত,ইন্দোনেশিয়,শ্রীলঙ্কা,মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিদেশী মেহমানসহ জেলার প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন।
চাঁদপুর টাইমস রির্পোট, ২৬ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur