Home / শীর্ষ সংবাদ / হাজীগঞ্জে আখের বাম্পার ফলন
আখের
আখ সংগ্রহে ব্যস্ত কৃষকরা

হাজীগঞ্জে আখের বাম্পার ফলন

চাঁদপুরের হাজীগঞ্জে আবারো আখ চাষে আগ্রহ দেখা যায় কৃষকদের মাঝে। বর্তমানে এক এক আখের খলা বেপারীদের কাছে বিক্রি করছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। বেপারীদের শ্রমিকেরা সেই আখ সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার পাইকারদের কাছে পাঠাচ্ছে।

২ অক্টোবর শনিবার উপজেলার সদর ইউনিয়নের অলিপুর গ্রামে একাধিক শ্রমিক আখ সংগ্রহে কাজ করতে দেখা যায়। কয়েকজন জমিন থেকে এক এক আখ আলাদা করছে, কেউ ১০০ পিস একত্রে বেধে মুড়ি বাধছেন, আর কেউ মাথায় করে গাড়ীতে উঠাচ্ছেন।

এ উপজেলায় আখের বাম্পার ফলনে কৃষকরা ন্যায্য মূল্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আখের বেপারী রহিম মিয়ার নিয়োজিত শ্রমিক আলমগীর, শাহাজান মুন্সী, আব্বাস ও খোকন মিজি বলেন, এক এক খলা ৩০ হাজার টাকা দিয়ে কিনে নেন আমাদের বেপারী। যেখানে খলা প্রতি আখের সংখ্যা রয়েছে প্রায় দুই হাজার। এসব আখ হাজীগঞ্জ, বাকিলা, রাজারগাঁও, রামপুরসহ জেলার বড় বড় হাটে যাবে। সেখানে শ’ হিসাবে পাইকারদের কাছে দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হবে।

অলিপুর গ্রামে আখের খলা রয়েছে প্রায় ২০টির উপরে। এসব আখের খলা গড়ে তোলেন কৃষক অলিপুর পাঠান বাড়ীর রফিক পাঠান, সিরাজ পাঠান, মিয়া বাড়ীর জুলহাস, সুনু মিয়া, বারেকসহ কয়েকজন।

এখানকার কৃষকরা চাঁদপুর টাইমসকে বলেন, ‘আখ প্রায় এক বছরের ফসল। তবে এ বছর আখের বাম্পার ফলন হওয়ায় নিধারিত সময়ে পূর্বে আখের খলা খালি করতে পাচ্ছি। আখের জমিনের মাটিতে এর পর মূলা, আলু, ফুল কপিসহ শীতকালীন সবজির আবাদ হবে।’

হাজীগঞ্জ উপজেলা কৃষিবিদ আজাদ হোসেন বলেন, ‘এক সময় এ উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর জমিতে আখ চাষ হতো। বর্তমানে শুধুমাত্র অলিপুর এলাকায় কিছু কৃষক এ আখ চাষে নিয়োজিত আছে। আমাদের কৃষি অফিসের লোকজন সব সময় তাদের ফসলের খোজখবর রাখছে।’

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩ অক্টোবর ২০২১