ভাইরাসটিতে বিশ্বে মৃতের সংখ্যা ৬২ লাখ ৮৭ হাজার ৫৩৬ জনে দাঁড়িয়েছে । বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহমারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ২১ মে সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ৮৮৪ এবং মোট মৃতের সংখ্যা ৬২ লাখ ৮৭ হাজার ৫৩৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৩২ লাখ সাত হাজার ৫৯৬ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ২ হাজার ২২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে চার কোটি ৩১ লাখ ৩১ হাজার ৮২২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৩২৩ জনে।
এদিকে,বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জনে পৌঁছেছে।
করোনাভাইরাসকোভিডে মৃত্যুওমিক্রনবিশ্ব স্বাস্থ্য সংস্থাবে রাখা হয়েছে।
২২ মে ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur