চাঁদপুরে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাতে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে এই দিন সকালে ৩ জনের করোনা শনাক্তের কথা জানায় সিভিল সার্জন অফিস। অর্থাৎ দু’দফায় রোববার চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগী বেড়েছে ১৪ জন। এ নিয়ে চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৬জন ও ফরিদগঞ্জের ৫জন রয়েছেন। সদরের ৬জনের অবস্থান হলো- মৈশাদী, মিশন রোড, বড় স্টেশন, নতুন বাজার, স্ট্র্যান্ড রোড ও চেয়ারম্যান ঘাট এলাকায়।
এর আগে রোববার সকালে মতলব দক্ষিণ উপজেলার আইসিডিডিআরবি হাসপাতালের ২জন ও মতলব উত্তরের ১জনের করোনা শনাক্তের খবর জানায় সিভিল সার্জন অফিস।
সূত্র আরো জানায়, রোববার মোট ৮১টি রিপোর্ট এসেছে।
এদিকে চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায় মোট শনাক্ত ১৯৫ : চাঁদপুর সদর ১০৯ (শহরেই ১০০), ফরিদগঞ্জ ৩৪, মতলব উত্তরে ৮, হাজীগঞ্জে ১১, মতলব দক্ষিণ ৮, কচুয়ায় ৯, শাহরাস্তিতে ১১ ও হাইমচরে ৪জন।
জেলায় মোট মৃত ১৫ : চাঁদপুর সদরে ৫, ফরিদগঞ্জে ৩, কচুয়ায় ২, হাজীগঞ্জে ২, শাহরাস্তিতে ১ ও মতলব উত্তরে ২।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ ও হাজীগঞ্জে ১ জন মারা গেছেন। সবমিলিয়ে চাঁদপুর জেলার করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, ৩১ মে ২০২০