Home / চাঁদপুর / আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই উৎসব
রেলওয়ে

আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই উৎসব

আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রোববার দুপুর ১২টায় বিদ্যালয় ভবনে বই বিতরণ অনুষ্ঠিত হয়।

বই বিতরণ উৎসবে আক্কাছ আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক গোফরান হোসেনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। মেট্রোরেল হয়ে গেছে। শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে দেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে ভিষন ঘোষনা করেছেন। আসুন স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারকে সহযোগিতা করবো। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পড়াশুনার বিকল্প নেই। বর্তমান সরকার ৪ কোটি বই বিতরণ করছেন। শিক্ষার্থীরা যেনো খেলাধূলা ও পড়াশুনায় মনোনিবেশ করে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী আজিমীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১ জানুয়ারি ২০২৩