এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের নতুন চেয়ারম্যান ড. আতিউর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট :

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১৫-১৬ মেয়াদে চেয়ারম্যান মনোনিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আকুর ৪৪তম বোর্ড অব ডিরেক্টর মিটিং এ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ১ বছরের জন্য চেয়ারম্যান মনোনিত হন তিনি। নবনির্বাচিত চেয়ারম্যান ড. আতিউর রহমানকে স্বাগত জানান সদ্য বিদায়ী চেয়ারম্যান ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভালিউল্লাহ সাইফ।

প্রসঙ্গত, এশিয়ার ৯টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গড়া লেনদেন নিষ্পন্ন সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)। সদস্য দেশগুলোর মধ্যে সহজে লেনদেন নিষ্পন্ন করার তাগিদ থেকেই মূলত ১৯৭৪ সালে এই সংস্থা গড়ে তোলা হয়। প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ছিল ৬টি। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যগুলো হচ্ছে- বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (ভারত), সেন্ট্রাল ব্যাংক অফ দ্যা ইসলামিক রিপাবলিক অফ ইরান, নেপাল রাষ্ট্র ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তান, সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলংকা। ১৯৭৭ সালে সেন্ট্রাল ব্যাংক অব মায়ানমার, ১৯৯৯ সালে রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান এব্ং ২০০৯ সালে মালদ্বীপ রয়্যাল মনিটারি অথরিটি সংস্থাটিতে যোগ দেয়।

শনিবার, ১৩ জুন ২০১৫ ০৩:২৯ অপরাহ্ন

Share