স্টাফ করেসপন্ডেন্ট, সৌদি আরব :
সৌদি আরবে আকামা (কাজের অনুমতিপত্র) নামে আর কিছু থাকছে না। প্রবাসীরা পাচ্ছেন নতুন পরিচয়পত্র। যেটিকে এখন আকামার পরিবর্তে পরিচয়পত্র বলা হবে। আকামা জালিয়াতি বন্ধসহ তথ্য নিবন্ধন সহজ করার জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
সৌদি পাসপোর্ট বিভাগের প্রধান সহকারী পরিচালক কর্নেল খালেদ আল-সাইখান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১৬ আগস্ট থেকে ডাকযোগে প্রবাসীরা নতুন রেসিডেন্ট আইডি কার্ড পাবে। এতে প্রবাসীদের সব ধরনের তথ্য থাকবে। অনলাইনে রিনিউ করা যাবে এই আইডি কার্ড।
তিনি আরো জানান, নতুন প্রযুক্তিতে আকামা জালিয়াতি বন্ধসহ তথ্য নিবন্ধন সহজ করার জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে। নতুন রেসিডেন্ট আইডি কার্ডের জন্য বৃত্তি, কাজের যোগ্যতা, জাতীয়তা, ওয়ার্ক পারমিট সংখ্যা (যদি থাকে), ধর্ম এবং নিয়োগকর্তা ব্যক্তির নাম, সংখ্যা, তারিখ থাকতে হবে। যেটি আকামার পরিবর্তে পরিচয়পত্র বলা হবে।
আপডেট: বাংলাদেশ সময় ১১:২৮ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।