চাঁদপুর

‘চাঁদপুরে আওয়ামী লীগ এক ও অভিন্ন’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকীতে উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।

১৭ মার্চ বুধবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্যা নেতা-কর্মীরা। এরপর জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে পুষ্প অর্পন ক‌রা হয়।

সকাল সাড়ে ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি না‌ছির উ‌দ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জ‌হিরুল ইসলামের প‌রিচালনায় বক্তব্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া এমপি, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আ‌মিন সরকার, জেলা যুবলী‌গের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর আওয়ামী লী‌গের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক পার‌ভেজ ক‌রিম বাবু, জেলা জাতীয় শ্রমীক লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানা রাবিয়া, জেলা কৃষক লী‌গের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, মৎস্যজীবী লীগ নেতা রেদওয়ান খান বোরহান, জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সদস্য জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারী, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতরখার আলম মাসুদ, কচুয়া আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইঞ্জিনিয়ার একেএম মোতালেব হেসেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, মতলব দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে দেওয়ান রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এএসএম জয়নাল আবেদীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেয়ে বড় নেতা কেউ নেই। নিজেকে বড় মনে করে, দলকে বিভাজন করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুর জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন।’

সকাল ১০টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। দুপুর দেড়টায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাদ আছর বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্য প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করা হয়।

সিনিয়র স্টাফ করেসপনেডট,১৭ মার্চ ২০২১

Share