হাজীগঞ্জ উপজেলার ৬ শ ১০ জন প্রশিক্ষিত শিক্ষিত বেকারদের কার্য সহকারী পদে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে গত ডিসেম্বরে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কার্য সহকারী পদে নিয়োগপ্রাপ্তদের নিয়ে গঠিত হয়েছে ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখা।
রবিবার (২৩ জুন) সকালে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(পিটিআই) হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের হাজীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. মনজুর আলম। সঞ্চালনায় ছিলেন পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম।
এ সময় উপজেলার ৮টি কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের দায়িত্বপ্রাপ্ত লিডারগণ বক্তব্য রাখেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে মো.মনজুর আলম,সাধারণ সম্পাদক মো.সোহেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাজী মহসীন,কোষাধ্যক্ষ মো.শাহ আলম, দপ্তর সম্পাদক মো.শাহপরান ও প্রচার সম্পাদক তানভীর হোসেনকে দায়িত্ব দেন উপস্থিত কার্য সহকারীবৃন্দ।
এ সময় নব-নির্বাচিত কমিটি সকলের সম্মতিতে পরবর্তী সভা ১৪ জুলাই শনিবার একই স্থানে করার সিদ্ধান্ত নেন এবং ১৫ জুলাই রবিবার প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবেদক :জহিরুল ইসলাম জয় < strong>
আপডেট, বাংলাদেশ সময় ৭: ৩৫ পিএম,২৩ জুন ২০১৮,শনিবার
এজি