Home / জাতীয় / রাজনীতি / ‘আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিচ্ছে বিএনপি’
BNP Logo-2
ফাইল ছবি

‘আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিচ্ছে বিএনপি’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, “আমরা খুশি হয়েছি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করেন নাই। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাল্লাহ। আমরা যাব।”

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।

প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর পর ‘দলীয় ফোরাম’ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।

সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী বন্ধু দলের উদ্যোগে প্রয়াত নেতা আ স ম হান্নান শাহর স্মরণে আলোচনা সভায় অংশ নেন মোয়াজ্জেম হোসেন আলাল।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০১৬, শুক্রবার
এইউ

Leave a Reply