স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা :
আওয়ামী লীগ সরকারকে জালিম সরকার আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের কী পরিণতি হবে তা তারা বুঝতে পারছে না। তবে যখন পরিণতি ভোগ করতে হবে তখন তারা বুঝবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কোথাও জায়গা হবে না। এই জালিম সরকার একদিন বিদায় নেবে। পবিত্র মক্কা শরীফে বিএনপির নেতাকর্মীদের জন্য সবসময় দোয়া করা হচ্ছে বলেও জানান তিনি।
খালেদা জিয়া বলেন, দেশ আজ গণতন্ত্রহীন। কারো নিরাপত্তা নেই। মাদক আমদানি করে যুব সমাজকে ধ্বংস করে দেয়া হচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে সাধারণ মানুষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের নেতারা অংশ নেন।
আপডেট : বাংলাদেশ সময় : ১৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ৩০ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১২:০২ পূর্বাহ্ন
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur