হাজীগঞ্জ

‘আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে, ১’শ বছরেও তা হয়নি’

স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার ছাড়া যারা ক্ষমতায় এসেছে, তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকার সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করেনি। যার ফলে আমাদের এতো কাজ করতে হয়েছে। গত ১’শ বছরে যে উন্নয়ন হয়নি, আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ্যাৎ গত ১৫ বছরে আমি তা করে দিয়েছি। কথাগুলো বলেন,

হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি হাজীগঞ্জ পৌরসভায় সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

এ সময় তিনি আরো বলেন, ২০০১ সালের মতো ঘরে বসে থাকলে হবে না। যার মাশুল দেশ ও জাতী এখনো দিচ্ছে। তবে তাদের কোমর ভেঙ্গে গেছে। তারা আরা মাথা চাঁড়া দিয়ে উঠতে পারবেনা। তারপরেও নেতা-কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ঘরে ঘরে যেতে হবে এবং সরকারের উন্নয়ন দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। তারা যেন সুযোগ নিতে না পারে, সে দিকে লক্ষ্য রাখতে হবে।

মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ন তুলে ধরে বলেন, ৯৬ সালে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ১০ কিলোমিটার সড়ক পাকা ছিলো। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ২৮০ কিলোমিটার পাকাকরণ হয়েছে। এ বছরের শেষে তা ৩৬০-৪০০ কিলোমিটারে দাঁড়াবে। এ ছাড়া আরো ২০০ কিলোমিটার সড়ক পাকাকরণের প্রস্তাব পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, হাজীগঞ্জ-শাহ্রাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর উপর ৭টি সেতু নির্মাণ করা হয়েছে এবং অষ্টম সেতুর (টোরাগড়-বড়কুল সেতু) নির্মাণ কাজ চলমান রয়েছে এবং প্রায় ৬’শ ব্রীজ-কালর্ভাট ও ৪’শ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও দুই উপজেলায় ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পেয়েছে। ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়িত এলাকা হিসেবে দুই উপজেলাকে ঘোষণা করা হবে। আমরা যা করেছি, অতিতে কোন সরকার এতো উন্নয়ন করেনি।

পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপনের সভাপ্রধানের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মুহাম্মদ শামছুল হক ভূইয়া, চট্টগ্রাম সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. জহির উদ্দিন দেওয়ান, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ¦ আঃ লতিফ মিয়া, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু।

পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখি বড়–য়া, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবির, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ারুল আজিম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা থানা অফিসার ইনর্চাজ মো. জাবেদুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুল হাদি, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, মো. মানিক হোসেন প্রধানীয়া, আলহাজ¦ সফিকুর রহমান মীর, আলহাজ¦ কবির হোসেন মিয়াজী, গাজী মনির হোসেন, জলিলুর রহমান মির্জা দুলাল, রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশারফ দুলাল, আলহাজ¦ মো. সেলিম, দিলীপ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, প্রচার সম্পাদক শাহজামাল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, শহর যুবলীগের আহবায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, শহর আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসী আকতার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন গাজী, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, উপজেলা ছাত্রলীগ নেতা হান্নান গাজী প্রমুখ।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ

Share