বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ‘আওয়ামী লীগ রাতের আধারে ভোটাধিকার ডাকাতি করেছে। ভোট চুরির মধ্যে দিয়ে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। নিজেদের ক্ষমতায় ধরে রাখতে মানুষকে গুম-খুন করছে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে কখনো ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ। দেশের মানুষ বিশ্বাস করে বিএনপির কাছে দেশ নিরাপদ।ফ্যাসিস্ট এই সরকারকে বিদায় করার জন্য বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ, এই সরকার রাজনৈতিকভাবে পরাজিত।’
আজ মঙ্গলবার চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহরের মুনিরা ভবন চত্ত্বরে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই সরকারের পুরো নির্ভরশীলতা হচ্ছে সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর। এই জন্য তারা আজকে বিএনপিকে উদ্দেশ্য করে যে মন্তব্য করছে, এগুলো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আর যখন ফ্যাসিস্টের পতন ঘনিয়ে আসে, তখন আরো নির্যাতন, নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়।’
তিনি আরও বলেন, ‘প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়িঘরে হামলা করে রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করছে। তাই এখন তাদের নির্ভরশীলতা জনগণের কাছ থেকে সরে একটি গোষ্ঠীর কাছে দায়বদ্ধ। সুতরাং অন্য কোনো গোষ্ঠীর ওপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। তাই সময় হয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে তাদেরকে বিদায় দিতে হবে।’
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সরকারি বিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারেক রহমান।
জেলার বিভিন্নস্থান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী এই ইফতার মাহফিলে যোগ দেন।
ইফতার মাহফিলে বিএনপির কুমিল্লা বিভাগীয় নেতা মোস্তাক আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
স্টাফ করেসপন্ডেট, ১৮ এপ্রিল ২০২৩