আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল হয়ে গেছে : চাঁদপুরে নুরুল হক নূর

গন অধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নূর বলেছেন ‘৫ আগস্ট জনগণ রায়ে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল হয়ে গেছে, সেই বাতিল মালকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না’। ২৩ মার্চ রোববার বিকেলে চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা গণধিকার পরিষদের আয়োজনে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা আজকে চাঁদপুরে এসে এই মঞ্চে দেখতে পাচ্ছি। এখানে ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং তার দোসর বাদে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক মঞ্চে বসেছে। আমাদের মধ্যে মত ও পথের অমিল থাকতে পারে। কিন্তু দেশ এবং জাতিস্বার্থে আমরা এক এবং অভিন্ন। যেই এক এবং অভিন্ন থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে একসাথে লড়াই করেছি। সকল মতের ঊর্ধে থেকে আমরা ফ্যাসিবাদের বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছি।
তিনি আরো বলেন, সেই জাতীয় ঐক্যের মাধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল। ৫ আগস্ট জনগণ রায়ে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল হয়ে গেছে, সেই বাতিল মালকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন ন। বাংলাদেশে ৫০ টি অধিক জীবন দিতে রাজনৈতিক দল আছে। কাজেই আওয়ামী লীগ না থাকলে গণতন্ত্রের কিছু হবে না। এই আমলিক ঐতিহাসিকভাবে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার রাজনৈতিক দল। তাদের ৭২ থেকে ৭৫ এর স্বৈর শাসন এদেশের তরুণরা দেখে নাই। তবে ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে।

ভিপি নূরুল হক বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নিষ্ঠুর বর্বরতা আমরা দেখেছি। সেই অভিশপ্ত রাজনৈতিক দল এদেশে আবার রাজনীতি করার সুযোগ পাবে সেটি আমরা মানবো না। সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ, আমরা আমাদের জায়গা থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করব। গত ১৬ বছরে মানুষের ভোটাধিকার না থাকার কারণে স্বৈরাচার সরকার জনগণের উপর চেপে বসেছিল। তাই আগামীতে আর কেউ যাতে স্বৈরাচার হয়ে উঠেতে না পারে, এজন্য আমরা সরকারের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঠিক রুট ম্যাপ চেয়েছি। আমরা বর্তমান সরকারকে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। একটি অবাক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠান রূপ লাভ করবে এটিও সংস্কারের একটি অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটি অবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের দাবি রাখছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান এবং যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেন যৌথ পরিচালনায় আর বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম,২৩ মার্চ ২০২৫

Share