Home / চাঁদপুর / আওয়ামী লীগের সাথে জামায়াতের পুরোনো প্রেম আবার জেগে উঠেছে: আক্তার হোসেন মাঝি‌
আওয়ামী লীগের

আওয়ামী লীগের সাথে জামায়াতের পুরোনো প্রেম আবার জেগে উঠেছে: আক্তার হোসেন মাঝি‌

চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার রাতে চাঁদপুর শহরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি‌। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।

পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরীন আক্তার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মানিক, সাধারণ সম্পাদক আলামিন খান। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি‌ বলেন, বিএনপি এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য ১৭ বছর ধরে লড়াই সংগ্রাম করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে মানুষের ভোটের অধিকারের সেই পথ তৈরি হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ করেছেন। এরপর থেকেই একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। অথচ তারা একটা সময় আমাদের সাথে অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ছিল।

তিনি জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগের সাথে জামাত ইসলামীর পুরোনো প্রেম আবার জেগে উঠেছে। আওয়ামী লীগের দেশ ও নির্বাচন বিরোধী কার্যক্রম বাস্তবায়নে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এই দলটি সুঁই হয়ে ঢুকে আর ফাল হয়ে বের হয়। এদের বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সকল ভেদাভেদ দুঃখ কষ্ট ভুলে গিয়ে বিএনপি ও ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩০ অক্টোবর ২০২৫