বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়ার পালগীরি গ্রামের কৃতি সন্তান মাও. মোহাম্মদ আব্দুল আউয়াল খান।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের এমপি স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ২০২২-২০২৫ সালের নতুন পূর্ণাঙ্গ এ উপ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সম্মানিত সদস্য পদে মো. আব্দুল আউয়াল খান মনোনীত হয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য পদে শায়খ এম.এ আউয়াল খান ফারুকি নকশেবন্দী নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়ার বিভিন্ন শ্রেনি পেশা মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur