চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ১৮তম বার্ষিকী আউলিয়াবাগ ইছালে ছাওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি শনিবার বাদ আছর হইতে সারা রাত পর্যন্ত চলে উক্ত ইছালে ছাওয়াব মাহফিল।
উক্ত ইছালে ছাওয়াব মাহফিলটি প্রতি বছরই পরিচালনা করেন আউলিয়াবাগ দরবার শরীফ এর পীর সাহেব সীল-সীলা-এ ফয়েজ-এ রাব্বানীয়া আলহাজ্ব আল্লামা শায়খ ইব্রাহীম খলীল আল ফায়েজ-এ-রাব্বানী।
ইমামুত ত্বরীকত গাউসে জামান রুহানী বৈজ্ঞানিক আল্লামা শায়খ আব্দুল গফুর ফায়েজ-এ রাব্বানী কর্তৃক প্রবর্তিত সীল-সীলা-এ ফায়েজ-এ- রাব্বানীয়া প্রতিষ্ঠাতা পীরে কেবলা মুর্শিদে মোকাম্মেল আলহাজ্ব আল্লামা শায়খ মোঃ ইয়াকুব আলী আল ফায়েজ-এ-রাব্বানী (রাঃ) স্মরণে আলহাজ্ব আল্লামা শায়খ ইব্রাহীম খলীল আল ফায়েজ-এ-রাব্বানীর পরিচালনায় প্রতি বছরই এ ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও ২২ ফেব্রুয়ারি শনিবার ইছালে ছাওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পরিচালনা সহায়ক হিসেবে ছিলেন, ছেংগারচর পৌরসভার আইলিয়াবাগ দাখিল ম্রাাসার প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আলী আহম্মাদ ও আইলিয়াবাগ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা দাতা সদস্য হেড অফ কর্পোরেড সেলন্স আর.এ.কে সিরামিক বাংলাদেশ লিঃ এর মোঃ আবুল কালাম আজাদ।
ইছালে ছাওয়াব মাহফিলটি সঞ্চালনা করেন আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ মোশরাফ হোসাইন।
উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট নাতে রাসুল লেখক ও গবেষক আলহাজ¦ হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী ঢাকা।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, মাওলানা মুহিব্বুল্লাহ সিদ্দিকী আল ইয়েমেনি, আউলিয়াবাগ দাখিল দরবার শরীফের খলিফা আলহাজ¦ হযরত মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, আলহাজ¦ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ এনামুল হক কেশবপুরী প্রমূখ।
এসময় আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নাজির আহাম্মদ,সহকারী সুপার মাওলানা মোঃ হোসাইন আহম্মেদ ও সহকারী সুপার মুফতি মাওলানা মোঃ তাওহিদুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন শীশ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ছানাউল্লাহ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত ইছালে ছাওয়াব মাহফিলে দেশ বরেন্য আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমগন ওয়াজ করেন। মাহফিলে ব্যবস্থাপনায় ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম লিটন।
মাহফিলে মহিলাদের পর্দাসহকারে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনার সু-ব্যবস্থা করা হয়। এতে কয়েক শতাধিক মহিলা মুসুল্লিরা অংশ গ্রহণ করেন। মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভাবে পরিচালানোর জন্য মাদ্রাসার শিক্ষক,পরিচালনা কমিটি ও এলাকাবাসী নিভিড়ভাবে কাজ করেছেন। আলহামদুল্লিাহ বিশ্বব্যাপী সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ জানিয়ে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ইছালে ছাওয়াব মাহ্ফিলটি সুন্দরভাবে শেষ হয়। আখেরি মোনাজাত ও দোয়া পরিচালনা করেন, আউলিয়াবাগ দরবার শরীফ এর পীর সাহেব সীল-সীলা-এ ফয়েজ-এ রাব্বানীয়া আলহাজ্ব আল্লামা শায়খ ইব্রাহীম খলীল আল ফায়েজ-এ-রাব্বানী।
নিজস্ব প্রতিবেদক, ২৩ ফেব্রুয়ারি ২০২৫