শোকের মাস আগস্ট, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ’২০১৮ যথাযোগ্য মর্যাদায় উদযাপনকল্পে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, প্রচার কর্মক্রমসহ নানা কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের বাস স্ট্রেশন এলাকায় এ প্রচার কর্মসূচির চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন সহকারি তথ্য কর্মকতা মো:দেলোয়ার হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক জানান,‘মাসব্যাপী চলচ্চিত্র জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পাতাকার সংক্রান্ত সংবলিত ভিডিও চিত্র, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ,
স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু, অসমাপ্ত মহাকাব্য, চিরঞ্জীব বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু, স্বাধীনতা আমার স্বাধীনতা, সোনালী দিনগুলো,আমাদের মুক্তিযুদ্ধ,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ও স্বাধীনতা কী আমাদের হলো শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
প্রতিবেদক- আনোয়ারুল হক