Home / খেলাধুলা / আইসিসির ‘রানঅ্যাওয়ে লিডার’ সাকিব

আইসিসির ‘রানঅ্যাওয়ে লিডার’ সাকিব

ব্যাটে-বলে দারুণ একটি বছর কাটালেন সাকিব আল হাসান । এতে টাইমস অব ইন্ডিয়া, ইএসপিএনক্রিকইনফো, দ্য গার্ডিয়ান, ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার। এবার সাকিবকে ‘রানঅ্যাওয়ে লিডার’ হিসেবে সম্মান দিলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।

এক বিবৃতিতে আইসিসি উল্লেখ করে, ‘বিশ্বের অলরাউন্ডারদের মধ্যে সব ফরম্যাট মিলে সাকিব রানওয়ে লিডার। ভারতের অশ্বিন-জাদেজা টেস্টে, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ওয়ানডেতে, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টিতে বছরের বিভিন্ন সময়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পেতে সাকিবের সঙ্গে লড়াই করেছেন।’

আইসিসির তিন ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর অলরাউন্ডারের কৃতিত্ব দেখানো একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। আর আইসিসির এমন বিবৃতির পর সাকিবের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘অনবদ্য আরেকটি অর্জন! ক্রিকেটের তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সেরা হওয়ায় ‘রানঅ্যাওয়ে লিডার’ হিসাবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এমন অর্জন আসন্ন সিরিজগুলোতে তাকে আরও ভালো খেলার প্রেরণা যোগাবে অবশ্যই।’।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৩:৪০ পিএম, ৪ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
এএস