খেলাধুলা

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ বারক্লে। ভারতের শশাঙ্ক মনোহরের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন তিনি।

বারক্লে কর্মাশিয়াল আইনজীবি হলেও ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনে রয়েছেন। আইসিসি বোর্ডে কিউই ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন তিনি। তবে নতুন দায়িত্ব পাওয়ায় এবার পুরনো দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে তাকে।

কিউই ক্রিকেটের সাবেক প্রধান আইসিসি বোর্ডের ১৬ জনের মধ্যে দুই-তৃতীয়াংশ প্রধান ভোট পেয়েছেন। যার মধ্যে সব গুরুত্বপূর্ণ ১১টি ভোট পেয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে।

স্বতন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার দৌড়ে বারক্লে পেছনে ফেলেন পাকিস্তানের ইমরান খাজাকে। গত জুলাইয়ে শশাঙ্ক মনোহরের পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন খাজা।

বার্তাকক্ষ,২৫ নভেম্বর,২০২০;

Share