Home / তথ্য প্রযুক্তি / জবসবিডি ও ড্যাফোডিল ফাউন্ডেশনের আইসিটি স্কলারশিপ ঘোষণা
Computerr

জবসবিডি ও ড্যাফোডিল ফাউন্ডেশনের আইসিটি স্কলারশিপ ঘোষণা

প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বল্প মেয়াদী কর্মমুখী আইসিটি শিক্ষা দেশের বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান জবসবিডি ডট কম এবং ড্যাফোডিল ফাউন্ডেশন আইসিটি শিক্ষা প্রসারে ICT Scholarship for Dhaka & Chittagong নামে বিশেষ বৃত্তি প্রকল্প ঘোষনা করেছে ।

একজন মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারে, এ লক্ষ্যকে সামনে রেখে এ প্রকল্প চালু করা হয়।

এতে আইসিটি শিক্ষায় আগ্রহী যে কোন বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবে বলে এক প্রেস বার্তায় জানানো হয়।

এর আগে ৭ টি পর্যায়ে মোট ২১০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ করা হয়েছে। এই বারের বৃত্তি প্রকল্পের আওতায় মোট ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে জবসবিডি ডট কম চাকরি প্রাপ্তিতে সহায়তা করবে । প্রশিক্ষণের মোট খরচের সর্বোচ্চ ৭০% পর্যন্ত বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন ।
কোর্সের নাম
ওযেব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (প্রজেক্ট বেইস), অনলাইন আউটসোর্সিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বেসিক কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, এডভান্সড মাইμোসফট এক্সেল ফর বিজনেস এক্সিকিউটিভ, লিন্যাক্স সাটিফেকেশন ট্রেনিং এন্ড এক্সাম প্রিপারেশন, সি সি এন এ, ফেশনাল থ্রিডি এনিমেশন, ৩৬০ ডিগ্রি ডিজিটাল মার্কেটিং
সুবিধাসমুহ
ক্যারিয়ার গঠনে ও প্রত্যেককে চাকরি উপযোগী হতে সাহায্য করতে হবে ।
ক্যারিয়ার বিষয়ক সেমিনারে অংশগ্রহনের সুযোগ ।
প্রত্যেক অংশগ্রহণকারীদের ফ্রি সাধারণ ইংরেজি শিক্ষা ।
প্রতিটি কোর্সের অনলাইনে আয় বিষয়ক সেমিনারে অংশগ্রহণের সুযোগ ।
সবার জন্য আলাদা কম্পিউটার ল্যাব ।
Freelance Marketplace গুলোতে মানসম্মত চৎড়ভরষব উবাবষড়ঢ় করতে সহায়তা করা হবে।
ফ্রী CV Writing Training প্রদান ।
অনলাইন এর মাধ্যমে সারাদেশ থেকে কোর্স করার সুবিধা ।
আবেদনের নিয়মাবলী
আবেদন সংগ্রহ ও জমা, মোখিক পরীক্ষা এবং ভর্তির শেষ তারিখঃ ১৮ আগষ্ট ২০১৭
অনলাইনে আবেদন- http://scholarship.jobsbd.com/index.php…

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ৮: ০০ পিএম, ২৬ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply