চাঁদপুর শহরস্থ বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেসিপের তথ্য প্রযুক্তি বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণে ৯ দিনের সফরে নিউজিল্যান্ড গেছেন
বৃপস্পতিবার (৩০ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। ৯ দিনের বিশেষ প্রশিক্ষণ শেষে আগামী ৭ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এর পূর্বেও তিনি সরকারি সফরে সৌদি আরব গমন করেন। তবে প্রশিক্ষণজনিত কারণে এই প্রথম তিনি নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন। তিনি যাবার পূর্বে সময় স্বল্পতার কারণে তার নিকটাত্মীয়, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুমহল অনেকের সাথে দেখা করে যেতে না পারায় সকলের কাছে দুঃখ প্রকাশ এবং দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur