চাঁদপুর

চাঁদপুরে আইসিইউ স্থাপনের কাজ শুরু

আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে অবশেষে আইসিইউ স্থাপন হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সরাসরি তত্ত্ববধানে চাঁদপুরে বহু কাক্সিক্ষত আইসিইউ আলোর মুখ দেখছে।

জেলা প্রশাসক, সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কসহ সিনিয়র ডাক্তারদের সাথে সমন্বয় করে এ কাজে সার্বক্ষণিক মনিটরিং করছেন শিক্ষামন্ত্রী। আজ থেকে আইসিইউ বেড স্থাপনসহ আনুষঙ্গিক কাজ শুরু হবে। চাঁদপুর জেলাবাসীর জন্যে এ সুখবরটি জানালেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ডাঃ জেআর ওয়াদুদ টিপু।

ডাঃ টিপু জানান,এ সময়টি খুবই ক্রিটিক্যাল সময়। এখন সারাদেশেই আইসিইউ বেড স্থাপনের কাজ চলছে। সেজন্যে এ কাজের এক্সপার্টরা এখন খুবই ব্যস্ত। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সরাসরি হস্তক্ষেপে এবং অনুরোধে বিশেষজ্ঞ টিম আজ চাঁদপুরে আসছেন।

হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউর চারটি বেডের জন্যে জায়গা বের করা হয়েছে। তিনটি বেড বরাদ্দ দেয়া তো হয়েছেই, আরেকটি বেডের অনুমোদনের জন্যেও ডাঃ দীপু মনি চেষ্টা করছেন বলে জানান ডাঃ জেআর ওয়াদুদ টিপু।

তিনি জানান, আইসিইউর জন্যে প্রশিক্ষিত লোকবল সংশ্লিষ্ট দপ্তরে চেয়েছেন শিক্ষামন্ত্রী। আশা করি সেটাও হয়ে যাবে। ডাঃ টিপু জানান, চাঁদপুরের জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিনিয়র ডাক্তারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে কাজ এগিয়ে নেয়া হচ্ছে। সকলের সহযোগিতা এবং আন্তরিকতায় সহসাই আইসিইউ স্থাপন হয়ে যাবে ইনশাআল্লাহ।

স্টাফ করেসপন্ডেট,২২ এপ্রিল ২০২১

Share