জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেও কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় অনির্দিষ্টকালের জন্য মাঝপথে স্থগিত হয়ে গেছে আইপিএলের চলতি আসর।
সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র করোনায় আক্রান্ত হওয়ার পরপরই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
এর আগে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সের দুই সতীর্থের কভিড-১৯ পজিটিভ আসর পর সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের ম্যাচটি স্থগিত করা হয়। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটিও স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার হওয়ার কথা থাকলেও সোমবার থেকে চেন্নাইয়ের স্কোয়াড এক সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে যাওয়ায় ম্যাচটি পিছিয়ে যায়।
সুপার কিংসের প্রধান নির্বাহী কে বিশ্বনাথ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেন, সোমবারের পরীক্ষায় দুজনের পজিটিভ রিপোর্ট আসায় তাদের সংস্পর্শে থাকা পুরো দল আইসোলেশনে যাচ্ছে বলে ফ্র্যাঞ্চাইজিটি লিখিতভাবে জানায় আইপিএল কর্তৃপক্ষকে। চেন্নাইয়ের বোলিং কোচ এল বালাজিসহ দুজন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে মঙ্গলবার সূচি ছিল সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের। করোনা হানা দিলেও শুরুতে ম্যাচটি চলবে জানিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। কিন্তু ঋদ্ধিমান সাহা ও অমিত শাহ’র কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পরপরই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
ঢাকা চীফ ব্যুরো, ০৪ মে, ২০২১;