আইপিএলে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকা

ব্যাঙ্গালোরে রবিবার রাতের আইপিএল ফাইনাল ম্যাচ কোনও যুদ্ধের চেয়ে কম ছিল না। চূড়ান্ত সংঘর্ষ ও ব্যক্তিগত দক্ষতার এক অনন্য নজির হয়ে রইল এই ম্যাচ। ফাইনালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ট্রফি জিতল ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ।

এই ম্যাচে দুটি দলই ২০০-র বেশি রান তুলল। তবে প্রথমে ব্যাট করে ২০৮ তুলে ৮ রানে ম্যাচ জিতল হায়দ্রাবাদ।

প্রতিবারের মতো এবারের আইপিএলও ছিল ব্যক্তিগত নৈপুণ্যের এক আশ্চর্য ভান্ডার। নতুন-পুরনো, দেশি-বিদেশি সব তারকারাই যেন ঝলসে ওঠার জন্য বেছে নেন আইপিএলের মতো টুর্নামেন্টকেই।

এবারের টুর্নামেন্টে যেমন বিরাট কোহলি এক অবিস্মরণীয় রেকর্ড করে বসলেন। মোট ১৬টি ম্যাচ খেলে তিনি করেছেন ৯৭৩ রান যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। মোট ৪টি শতরান ও ৭টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। যা আর একটি রেকর্ড। এভাবেই এবারের আইপিএলে কোন খেলোয়াড় কোন পুরস্কার পেলেন তার সম্পূর্ণ তালিকা দেখে নিন একঝলকে।

বিজয়ী দল – সানরাইজার্স হায়দ্রাবাদ, পুরস্কার মূল্য ১৫ কোটি টাকা

বিজিত দল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পুরস্কার মূল্য ১০ কোটি টাকা

অরেঞ্জ ক্যাপ – ৯৭৩ রান করে বিজয়ী বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

পার্পল ক্যাপ – ২৩টি উইকেট নিয়ে ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দ্রাবাদ)

এমার্জিং প্লেয়ার – মুস্তাফিজুর রহমান, ১৭ উইকেট (সানরাইজার্স হায়দ্রাবাদ)

ফাইনালে ম্যাচের সেরা – বেন কাটিং (সানরাইজার্স হায়দ্রাবাদ)

ফাইনালে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড – ক্রিস গেইল, ৮টি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

সবচেয়ে মূল্যবান খেলোয়াড় – বিরাট কোহলি ৩৫৬.৫ পয়েন্ট (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – সানরাইজার্স হায়দ্রাবাদ সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড – বিরাট কোহলি (৩৮)

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা – এবি ডিভিলিয়ার্স, ১২টি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

সবচেয়ে বেশি চার – ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দ্রাবাদ)

এক ইনিংসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড – কুইন্টন ডি কক ১৫টি (দিল্লি ডেয়ারডেভিলস)

সবচেয়ে বেশি শতরান – বিরাট কোহলি

সবচেয়ে বেশি অর্ধশতরান – ডেভিড ওয়ার্নার সবচেয়ে দ্রুত অর্ধশতরান (১৭ বলে) ক্রিস মোরিস (দিল্লি ডেয়ারডেভিলস) ও কায়রন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স)

সবচেয়ে দ্রুত শতরান – এবি ডিভিলিয়ার্স (৪৩ বল) সেরা ক্যাচ – সুরেশ রায়না (গুজরাত লায়ন্স)

ফ্রিচার্জ বোল্ট সিজন অ্যাওয়ার্ড – এবি ডিভিলিয়ার্স (১৯টি ক্যাচ) ভিটারা ব্রেজা গ্ল্যাম শট অ্যাওয়ার্ড – ডেভিড ওয়ার্নার।

নিউজ ডেস্ক : আপডেট ৬:৩৮ পিএম, ৩১ মে ২০১৬, মঙ্গলবার

এইউ

Share