আইপিএলে চ্যাম্পিয়ন মুস্তাফিজের দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট ২০১৬ আসরের শিরোপা জিতে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রবিবার রাতে (২৯ মে) আসরের ফাইনালে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুস্তাফিজুর রহমানদের দল।

ফাইনালে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিরোপা নির্ধারনের এই ম্যাচটি শুরু হয়েছে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের ব্যাটিং ঝলকে এদিন মুস্তাফিজরা ২০৮ রানের বড় সংগ্রহ দাড় করিয়েছে বেঙ্গালুরুর বিপক্ষে।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২০৮ রানের বিশাল স্কোর। অধিনায়ক ওয়ার্নার ও আর এক ওপেনার শেখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতে এদিন ভালো একটি রানে ভিত গড়ে হায়দ্রাবাদ।

ওয়ার্নার করেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান। এই ইনিংস খেলতে তিনি বল খরচ করেন ৩৮টি। যেখানে ছিলো ৩টি ছক্কা ও ৮টি চারের মার। এছাড়া যুবরাজ করেন ২৩ বলে ৩৮ রান।

ব্যাটসম্যানদের দারুণ ঝলকে বেশ বড় স্কোরই হয়েছে হায়দ্রাবাদের। এখন পালা বোলারদের। দেখা যাক কি করেন মুস্তাফিজ, শারন আর ভুবেনশ্বররা।

: আপডেট, বাংলাদেশ সময় ১২:১০ এএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Share