খেলাধুলা

আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিং!

‎Tuesday, ‎14 ‎April, ‎2015 12:46:16 PM

চাঁদপুর টাইমস ডট কম:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর মাঠে গড়ানোর সাথে সাথেই যেন আবারও মাথা চাড়া দিয়ে উঠলো পুরনো ভূত। ভূতের নাম ‘ম্যাচ ফিক্সিং’!

যদিও এবার লিগের শুরুতেই সেই ভূতটাকে নামিয়ে আনা গেছে। ঘটনা হল, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে, রাজস্থান রয়্যালসের এক খেলোয়াড়ের কাছে বাজিকরা ম্যাচ পাতানোর প্রস্তাব নিয়ে এসেছিল। আর সেই খেলোয়াড় সাথে সাথেই ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটকে জানিয়ে দিয়েছে।

দুর্নীতি দমন ইউনিটের সাথে আলাপ কালে ওই খেলোয়াড় জানিয়েছেন, ওই বাজিকরের সাথে তার দেখা হয় রঞ্জি ট্রফির ম্যাচের ড্রেসিংরুমে। প্রথম দফায় তিনি তাকে খেলোয়াড় ভেবেছিলেন। তার প্রস্তাব ছিল – ‘আগে থেকেই নির্ধারিত একটা ফলাফল মাথায় রেখে মাঠে নামা’র।

সূত্র : চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫

Share