ফরিদগঞ্জ

‘আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাই পারে সমাজকে অপরাধমুক্ত রাখতে’

চাঁদপুরে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, ‘মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সমাজের সচতেন লোকজনদের এগিয়ে আসতে হবে। আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনাতাই পারে রাষ্ট্র ও সমাজকে অপরাধ মুক্ত রাখতে।’

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে ফরিদগঞ্জ থানা সার্ভিস সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে ফরিদগঞ্জ থানা প্রশাসন অত্যান্ত আন্তরিকতার সাথে অপরাধীদের ধরে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাাখেন প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন স্বপন, প্রচার সম্পাদক সুলতান আহম্মেদ রিপন, ৭নং ইউনিয়নের চেয়ারম্যান আলী আক্কাছ ভুঁইয়াসহ সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
: আপডেট, বাংলাদেশ সময় ০৫: ৫০ পিএম, ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share