আইনসম্মতভাবেই ক্রসফায়ারে মৃত্যু হচ্ছে : আইজিপি

চাঁদপুর টাইমস ডেস্ক:

‘আইনসম্মতভাবেই ক্রসফায়ারে (বন্দুকযুদ্ধ) মৃত্যু হচ্ছে’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘পুলিশের তো আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ যখন আক্রান্ত হয়, তখন আত্মরক্ষার্থেই গুলি চালায়।’

রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাঘ রক্ষা বিষয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। বাঘ আছে এমন নয়টি দেশের পুলিশ বাহিনী ও বন বিভাগের সদস্যদের নিয়ে দুই সপ্তাহব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়।

ছাত্রলীগের নেতামর্কীদের ক্রসফায়ারে হত্যা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘তারা সন্ত্রাসী, আর সন্ত্রাসীদের কোনো দল নেই। বিভিন্ন সময় তারা বিভিন্ন দলের আশ্রয়ে নিজেদের স্বার্থেই কাজ করে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এসময় তিনি এও দাবি করেন, ‘বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক রয়েছে। যাদের কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, তাদের দমন করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এর আগে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কে এম শহীদুল হক বলেন, ‘বর্তমানে বাঘ এবং বাঘের চামড়া ও অঙ্গপ্রত্যঙ্গ পাচার রোধ ও বাঘ সংরক্ষণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য আন্তর্জাতিক অপরাধের মতো এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাঘের বসতিপূর্ণ দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধি করতে হবে।’

আইজিপি বলেন, ‘সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের বাঘ ও অন্যান্য বন্য প্রাণী রক্ষায় বাংলাদেশ পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। গত পাঁচ বছরে সুন্দরবনে বাঘ শিকারী, বনদস্যু ও ডাকাতদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে ৭১ জন নিহত হয়েছে। পুলিশ ২২৩ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বাঘের চামড়া ও হাড়সহ বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৮৭টি।’

বাঘ রক্ষায় সরকারের আন্তরিক উদ্যোগের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা বন্য প্রাণী সংরক্ষণে ২০১২ সালে বন্য প্রাণী (সংরক্ষণ এবং নিরপত্তা) আইন প্রণয়ন করেছি।’ তিনি এ ধরনের একটি সময়োপয়োগী কোর্সের আয়োজন করায় ইন্টারপোল, টাইগার রেঞ্জ দেশগুলোর সরকার এবং পুলিশ স্টাফ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারপোলের ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালিস্ট দারিয়ো গালাসো। স্বাগত বক্তব্য দেন এমডিএস (প্রশিক্ষণ) মো. গোলাম রসুল।

ইন্টারপোলের সহায়তায় কোর্সটিতে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনামের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বাংলামেইল)

Share