ফরিদগঞ্জে কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ রোধকল্পে গুপ্টি পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি শনিবার বিকেলে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ- ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম ভূমিকা রেখে আসছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়, পুলিশের পাশাপাশি সকল শ্রেনী-পেশার মানুষ অপরাধ দমনে এগিয়ে আশা প্রয়োজন।
তিনি আরো বলেন, শীতের রাতে আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন, তখনও আপনার বাড়ির সামনে কোন না কোন পুলিশ আপনাদের পাহারা দিচ্ছে। এলাকার কারা মাদকসহ অপরাধের সাথে জড়িত, আপনারা কম বেশি জানেন। তাদের আমাদেরকে জানান,আপনাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর।
বিট অফিসার এস আই মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার তদন্ত ওসি প্রদীপ কুমার মন্ডল, গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান বুলবুল আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সংসদ সদস্যের প্রতিনিধি প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পাটওয়ারী, ৫ নং ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান খান কালু, ইউপি সদস্য আহছান দর্জি, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক কামাল হোসেন পাটওয়ারী।
প্রতিবেদক: শিমুল হাছান, ২১ জানুয়ারি ২০২৩