বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১৩ হাজার ২৫৮ জন। খবর বাসস।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবার পর রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবারের এমসিকিউ পরিক্ষায় অংশগ্রহণের উপযুক্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০ হাজার ৬২৭ জন।
আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।
২৬ এপ্রিল ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur