চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৫ পদের জন্য লড়ছেন ৩০ প্রার্থী। নির্বাচন উপলক্ষে দুপ্যানেলের প্রার্থীদের প্যানেল পরিচিতি সভা মঙ্গলবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৩শ’ ৪০ জন। তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে তাদের ভোট এবং দোয়া চাচ্ছেন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সমিতির বর্তমান সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. মাইনুল আহছান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাড. এএনএম মাইনুল ইসলাম।
নির্বাচনে অংশ নেয়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) প্রার্থীরা হলেন-সভাপতি পদে অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোঃ আবদুল সাত্তার, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. মো. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম, সম্পাদক ফরমস অ্যাড. মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাড. সালমা আক্তার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর অ্যাড. জাহাঙ্গীর হোসেন পরাজি, রানিং অডিটর অ্যাড. মাসুদ রানা পাটওয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মোঃ আবদুল্লা আল মামুন-২, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. তৌহিদ আহম্মেদ পাটওয়ারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. তাছলিমা আক্তার, অ্যাড. মোহাম্মদ জামাল হোসেন ও অ্যাড. রিয়াদ হোসেন (মুনতাসির)।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা হলেন-সভাপতি পদে অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. তৌহিদুল ইসলাম তরুন, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাড.এ.জেড.এম রফিকুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক অ্যাড. মো. আবদুল মান্নান মিয়াজী, সম্পাদক ফরমস অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী অ্যাড. মো. শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. রেজাউর রহমান, জেনারেল অডিটর অ্যাড. মোহাম্মদ ইয়াছিন আরাফাত, রানিং অডিটর অ্যাড. জাবির হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মো. আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মো. মামুন হোসেন মিয়াজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মাহবুব আলম, অ্যাড. মোসাম্মৎ রোজিনা বেগম ও অ্যাড. মো. সানজিদ হাসান (সানি)।
প্রতিবেদক: মাজহারল ইসলাম অনিক, ২৫ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur