চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সম্মাননা ও আইনজীবী ঐক্য প্যানেলের মনোনিত কামাল উদ্দিন-ফেরদাউস শাহিন- মনির পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আইয়ুব আলী চৌধুরী।
সিনিয়র আইনজীবী ও সম্মাননা আইনজীবী ঐক্য প্যানেলের আহ্বায়ক অ্যাড. শেখ আবু তাহেরের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ বাবর বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি প্রার্থী আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক প্রার্থী শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. এ এস এম জাহাঙ্গীর হোসেন, অ্যাড. নাঈমুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. শাহজাহান মিয়া, অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড. এ কে এম মোস্তফা কামাল, অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম, অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ, অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. শামছুল হক মন্টু, অ্যাড. ইব্রাহিম খলিল, অ্যাড. রুহুল আমিন খান, অ্যাড. আবুল কালাম সরকার, অ্যাড. হোসনে আরা কাজল, অ্যাড. মনিরা চৌধুরী, অ্যাড. রাজিব উল্ল্যাহ বাপ্পী, অ্যাড. কাজী শামছুল আলম, অ্যাড. সাইফুল মোল্লা, অ্যাড. শেখ মো. জাহাঙ্গীর, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. মোহাম্মদ আলী চৌধুরী, অ্যাড. রহমত উল্যাহ।
সম্মাননা আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ- সভাপতি মো. আবদুল্লাহীল বাকী, জুনিয়র সহ- সভাপতি মো. কামাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, যুগ্ম-সম্পাদক মনির হোসেন, সম্পাদক ফরমস্ মো. হামিদুর রহমান মজুমদার, সম্পাদক লাইব্রেরী আবু সাঈদ, সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার হেলাল উদ্দিন আহমেদ, জেনারেল অডিটর মো. আলম খান মঞ্জু, রানিং অডিটর মো. আবদুল মান্নান মিয়াজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অর্থরিটি মো. কাইউম মোল্লা, সম্পাদক রেজিস্ট্রারিং অর্থরিটি মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সদস্য রেজিস্ট্রারিং অর্থরিটি কামাল হোসেন, মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, মো. জাকির হোসেন পাটওয়ারী।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur