‘আইনজীবীরা দেখা করার পরই প্রাণভিক্ষার বিষয়ে জানা যাবে’

আইনজীবীরা দেখা করার পরই প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। তিনি বলেছেন, “আমরা যখন ওনার সাথে দেখা করলাম, আমরা জিজ্ঞেস করলাম, উনি বললেন, ‘আমি এখনো লিখিত কাগজ পাইনি। যখন পাব, তখন আমার আইনজীবীদের সঙ্গে কথা বলবো। আমার যা বক্তব্য আমি তাদের বলবো’।”

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফারহাত। তিনি বলেন, ‘আইনজীবীরা তাঁর (সাকা চৌধুরী) সঙ্গে দেখা করার আবেদন করেছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ দেখা করতে না দিলে তো আমরা বলতে পারছি না, উনি কী করবেন। কারণ লাস্ট উনি বলেছেন. আইনজীবীদের সঙ্গে দেখা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘উনি (সাকা চৌধুরী) মার্সি পিটিশন করবেন না বলে আমরা জানতে পেরেছি। আমরা ব্যক্তিগতভাবে ওনার স্ত্রী ও ছেলেকে জিজ্ঞেস করেছি, উনি মার্সি পিটিশন করুক বা না করুক, ওনার পক্ষে আপনারা প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা? তারা আমাদের জানিয়েছেন, তাঁরা মার্সি চান না, মার্সি পিটিশন চান না। শুধু আন্তর্জাতিক মহলে এ মামলার ত্রুটি বিচ্যুতি নিয়ে যে কথা প্রকাশ হয়েছে, সে বিষয়টি রাষ্ট্রপতির কাছে পেশ করতে চান।’

এদিকে আজ দুপুরেই কারা কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে প্রাণভিক্ষার আবেদন করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ

নিউজ ডেস্ক ।।  আপডেট: ০৩:২৫ পিএম, ২১ নভেম্বর ২০১৫, শনিবার

ডিএইচ

Share