Home / চাঁদপুর / মুসলিম গণহত্যা বন্ধে চাঁদপুরে আওয়ামী আইনজীবীদের মানববন্ধন
চাঁদপুরে আওয়ামী আইনজীবীদের মানববন্ধন

মুসলিম গণহত্যা বন্ধে চাঁদপুরে আওয়ামী আইনজীবীদের মানববন্ধন

মায়ানমারে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সোমাবর (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা জজ কোট প্রঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. আহসান হাবীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড. মোবারক হোসেন, অ্যাড. রুহুল আমিন, অ্যাড. কাজী আঃ গফুর, অ্যাড. আনোয়ারুল ইসলাম, অ্যাড. বদিউজ্জামান কিরণ, অ্যাড. শাহ আলম, অ্যাড. মনির হোসেন ঢালী প্রমুখ।

বক্তারা বলেন, মায়ানমারের মুসলমানদের উপর যে ভাবে নির্যাতন করে হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমানরা তা কখনও মেনে নিবে না। ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের মানুষকে নির্যাতন করে হত্যা করা হচ্ছে তার জন্য বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

।। আপডটে, বাংলাদশে সময় ১০ :০০ পিএম, ২৮ নভেম্বর ২০১৬, সোমবার
এইউ

চাঁদপুরে আওয়ামী আইনজীবীদের মানববন্ধন

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply