আইনজীবীদের ত্রুটির কারণে বিচারপ্রার্থীরা হেরে যায়- প্রধান বিচারপতির এমন বক্তব্যের প্রতিবাদে পাল্টা অভিযোগ করলো সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। এমন ঘটনায় বিচারপতিরাও সমানভাবে দায়ী বলে মন্তব্য করেছে সংগঠনটি।
গতকাল শনিবার প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, ‘আইনজীবীদের ত্রুটির কারণে ৬০-৭০ ভাগ মামলায় বিচারপ্রার্থীরা হেরে যায়।’ রোববার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘৬০-৭০ ভাগ মামলা খারিজ হওয়ার জন্য আইনজীবীর সঙ্গে অদক্ষ বিচারপতিরাও সমান দায়ী।’
দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির উদ্দ্যেগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে তিনি এ কথা বলেন।
খোকন বলেন, ‘আইনজীবীদের নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যে আমরা অসম্মানিত বোধ করছি। তাই বিনয়ের সাথে প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমরা প্রধান বিচারপতির সাথে দেখা করে আইনজীবীদের বক্তব্য তুলে ধরেছি।’
সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মুক্তার কবির খান, সহ সম্পাদক মাজেদুর রহমান, কোষাধ্যক্ষ শওকাত আরা বেগম দুলালী, মির্জা আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) আইনজীবীদের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ আনেন।
তিনি বলেন, ‘আইনজীবীরা তাদের মক্কেলদের কাছ থেকে টাকা নিয়ে মামলা লড়ার সিদ্ধান্ত নেন। আর সে অনুযায়ী কিছুটা পড়াশুনাও করেন। কিন্তু কোর্টে বিচারপতিগণ প্রশ্ন করলে অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না।’
তিনি আরো বলেন, ‘একজন আইনজীবী একজন আর্কিটেকচার (কারিগর)। আশা করবো তিনি মামলার স্টেটমেন্ট এমনভাবে তৈরি করবেন, যাতে বিচারপতি প্রশ্ন করতেই উত্তর পাওয়া যায়।’
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
Monday, 18 May, 2015 12:11:44 AM
চাঁদপুর টাইমস ডেস্ক: