আগামি ২৩ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২। সংশ্লিষ্ঠ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে-সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন দু’প্যানেলের প্রার্থীরা।
১৩ জানুয়ারি জেলা আইনজীবী সমিতির সাধারণ সভার শেষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হলেন বর্তমান কমিটির সভাপতি অ্যাড.আহসান হাবীব। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি অ্যাড.মো.শহিদুল্লাহ কায়সার ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম পাটোয়ারী।
রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল্লাহ আল মামুন।
আরো জানা গেছে যে,যদি প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তাদের পদে অন্য কেউ স্থলাভিসিক্ত হবেন।
ইতিমধ্যে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য ফ্রন্ট মনোনীত প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে অ্যাড.আহসান হাবীব, সাধারণ সম্পাদক পদে অ্যাড.আব্দুল্লাহ আল মামুন ও সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড.গোলাম কায়সার শামীম নির্বাচন করবেন।
অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে অ্যাড. কামাল উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক পদে অ্যাড. মহসিন খান ও সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড.আবদুল মান্নান মিয়াজী নির্বাচন করবেন।
দু’টি প্যানেলের অন্য পদগুলোতে আইনজীবীগণ অংশগ্রহণ করবেন। তবে মনোনয়নপত্র দাখিলের পর এ দু’টি প্যানেলে কে কোন পদে নির্বাচন করছেন তা জানা যাবে।
বার্তা কক্ষ ,
১৬ জানুয়ারি ২০২২