চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরি গোলজার শাহ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল (অবসরপ্রাপ্ত) মাওলানা আবু হানিফ (৬৫) বুধবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)।
বৃহস্পতিবার বাদ জোহর আইনগিরি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে মরহুমকে তাঁর আইনগিরি গ্রামের পারিবারিক কবরস্থনে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগে আসছিলেন।
জানাযা অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, কচুয়ার নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসার হেড মোয়াদ্দেস নুরুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামায়েতের সভাপতি মাওলানা আলমগীর শাহ আল ক্বাদেরী, আইনগিরি গোলজার শাহ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর আলী, সাবেক অধ্যক্ষ নুরুল কবির, মাওলানা বজলুর রহমান ও সমাজসেবক ডা. আব্দুল কাদের প্রমুখ। মরহুমের জানাযা অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যাক লোকজন অংশ নেয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur