Home / চাঁদপুর / ‘আইনগত সহায়তা নাগরিকের অধিকার’
আইনগত সহায়তা নাগরিকের অধিকার

‘আইনগত সহায়তা নাগরিকের অধিকার’

‘সকলের অধিকার নিশ্চিত করব, বৈষম্যমুক্ত সমাজ গড়বো’ এই পতিপাদ্যকে সামনে রেখে মানবধিকার সুরক্ষা সচেতন ও আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা সোমবার জজ কোর্ট অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম বলেন, ‘আইনগত সহায়তা সকল নাগরিকের অধিকার রয়েছে। যাদের মামলা করার মত টাকা পয়সা নেই তাদের জন্য রয়েছে লিগ্যাল এইড। ব্র্যাক মানবধিকার ও আইনগত সহায়তা নিতে পারবে। সে জন্য জন্যই কোন টাকা পয়সা লাগবে না।

কুমিল্লা ফ্যাসিলিটেটটর এল সি এল প্রতিনিধি মো. গোলাম কিবরিয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আইন সহায়তা বিষয়ক বিচারক রমণী রঞ্জন চাকমা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. রুহুল আমিন, অ্যাড. শহিদ উল্লাহ পাটোয়ারী, নারী প্রতিরোধ কলেজ মাল্টি সেক্টরাল প্রোগ্রাম প্রতিনিধি খাজা গোলাম মওদুদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, মহিলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান মাসুদা নুর, ব্র্যাক আইস সহায়তা প্যানেল আইনজীবী মো. আবুল কাশেম।

আপডেট: ০৫:২১ পিএম, ২৪ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

ডিএইচ

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট