ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট বৃহস্পতিবার উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সাবেক আরএমও ডা. কামরুল হাসান ও ফরিদগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন এই সেবা প্রদান করেন। ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসা ছাড়াও ডায়াবেটিকস, রক্তের গ্রুপ নির্নয়সহ অন্যান্য সেবা প্রদান করা হয়।
আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাসুদ মিজি মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসি, সহ- প্রধান শিক্ষক মো. সাহাজান মিয়া, থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, সমাজসেবক খলিলুর রহমান, কামাল হোসেন।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাঈম চৌধুরী, হাসিব পাটোয়ারী, সাকিব পাটোয়ারী, রফিকুল ইসলাম রাফি, ইকবাল গাজী, নাঈমুল হাচান, কামরুল মোল্লা, মারুফ বিল্লাহ, জাকিয়া সুলতানা, হাছান আটিয়া, মোজাম্মেল হোসেন, হাসনাত গাজী, তাজুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৪ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur