১২ কেজি ওজনের আইড় মাছ বিক্রি হলো ২১ হাজার টাকা

চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ। পরে বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ২১ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।

ক্রেতা মাহফুজুর রহমান বলেন, আমি প্রায় সময় চাঁদপুর মাছঘাট থেকে ইলিশসহ বিভিন্ন মাছ কিনে থাকি। এবার মেঘনা নদীতে ধরা পড়া একটি বড় আইড় মাছ ২১ হাজার টাকায় কিনেছি। মাছটি পাবনায় পাঠানো হবে।

মাছ ব্যবসায়ী ওসমান বেপারী বলেন, এখন ইলিশের মৌসুম না। বেশ কয়েকদিন ধরে আইড় ও পাঙাশসহ পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায়।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, নদীতে জেলেরা ইলিশের আশা ছেড়ে দিয়ে অন্যান্য মাছ শিকার করছে। প্রতিদিন জেলেরা আইড়, পাঙাশ, পোয়া ও চিংড়িমাছ ঘাটে নিয়ে আসছে। এখন মৌসুম না থাকায় কিছুটা দাম বেড়েছে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২২ নভেম্বর ২০২৩

Share