নাটক, সিনেমা, গান- বাংলাদেশের সব অঙ্গনের সব রেকর্ড ভেঙে দিলো মাহিয়া মাহি অভিনীত জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘অগ্নি-টু’।
আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমার ‘ম্যাজিক মামনি’ শিরোনামের একটি আইটেম গান ইউটিউবে প্রদর্শন শুরু হয় গত ৪ জুন থেকে। প্রথম দিনেই ইউটিউবে অশ্লীল এই গানটিতে রীতিমতো ঝড় তুলে রাতারাতি আলোচনায় চলে আসে। ইউটিউবে প্রচারের শুরু থেকেই একের পর এক রেকর্ড করে আসছে গানটি।
জানা গেছে, প্রচারের প্রথম ৬দিনে ৪ লক্ষ ৬১ হাজার ৪৮০ বার দেখা হয়। যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। সর্বশেষ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৬ লক্ষ ১৪ হাজার ৪৩৮।
এদিকে মুক্তির আগে গানটির অভাবনীয় দর্শকসাড়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গানটির পারফরমার মাহিয়া মাহি। নিজের অনুভূতি প্রকাশ করে মাহি বলেন, ‘একইসঙ্গে আমি অভিভূত এবং গর্বিতও বটে। একটা গান এতোটা দর্শক জয় করবে- ভাবিনি কখনো। এজন্য দর্শক এবং আমার ভক্তদের কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি।’
‘ম্যাজিক মামনি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি, সংগীত পরিচালনা করেছেন স্যাভি এবং কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার।
জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে বাংলাদেশের মাহি ও কলকাতার ওম প্রধান দুটি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন।
‘অগ্নি-২’ সিনেমাটি আগামী ঈদের দিন থেকে দুই বাংলায় একযোগে মুক্তি পাচ্ছে। আগামী ২০ জুন সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়া হবে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান আব্দুল আজিজ।
যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু। তবে গানটির অশ্লীলতার বিষয়ে সংশ্লিষ্টরা কিছু বলেন নি।
আইটেম গানের ভিডিওটি
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur