(আই এস এক নারী সদস্যের ফাইল ছবি)
Wednesday, May 20, 2015 01:59:05 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
ইরাকি সেনার থেকে রামাদি শহরের দখল কেড়ে নেওয়ার পর শহরের প্রতিরক্ষাব্যবস্থা মজবুত করে এখানেই ইরাকের মিলিত বাহিনী ও শিয়া গণমিলিশিয়ার সঙ্গে টক্কর নেওয়ার পরিকল্পনা করেছে ইসলামিক স্টেট৷ সেই মতো কংক্রিট দিয়ে তৈরি বিস্ফোরণ নিরোধক মোটা দেওয়াল এবং প্রতিপক্ষের ট্যাঙ্ক বাহিনীকে রুখে দিতে শহরের বাইরে মাইন ফিল্ড তৈরির কাজ শুরু করে দিয়েছে তারা৷
শহর থেকে উঠছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি৷ দু’দিন আগে শেষ হওয়া যুদ্ধের চিহ্ন সর্বত্র ৷ তারই মাঝে ভারি ক্রেন ও বুলডোজার দিয়ে চলছে গুরুত্বপূর্ণ জায়গাগুলি মেরামতির কাজ৷ কোথাও চলছে পালিয়ে যাওয়ার আগে ইরাকি সেনার ফেলে দিয়ে যাওয়া ব্লাস্ট ওয়ালগুলি নতুন করে খাড়া করার কাজ৷ কোথাও বা বুলডোজারের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ৷ এরই মাঝে শোনা যাচ্ছে লাউডস্পিকারে একটানা হুমকি৷ শহরের কোথাও ইরাকি সেনা বা পুলিশকর্মী বা সরকারি কর্মীরা লুকিয়ে থাকলে তারা যেন আত্মসমর্পণ করেন৷ হুমকিবর্ষণ চলছে নগরবাসীর উদ্দেশেও৷ তাদেরও জানিয়ে দেওয়া হচ্ছে, জেনে-বুঝে ইরাকি সেনা বা প্রশাসনকে সাহায্য করার পরিণতি হবে ভয়ানক ৷
ইরাকি প্রশাসনের হাতছাড়া হওয়া রামাদির প্রধান ইসলামি ধর্মস্থান এবং সবক’টি প্রশাসনিক ভবনের ছাদ থেকেই উড়তে দেখা যাচ্ছে ইসলামিক স্টেটের কালো পতাকা৷ শহরের সর্বত্রই যাতে ইসলামি আইন বলবত্ করা হয় তার জন্য কিছুক্ষণ অন্তর অন্তর ঘোষণা চলছে লাউডস্পিকারে৷ সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় টহল দেওয়া শুরু করেছেন৷ উদ্দেশ্য- ইসলাম-বিরোধী কোনো কাজ যাতে এই শহরে না হতে পারে৷ এরই সঙ্গে চলেছে সামান্যতম সন্দেহেই রামাদির বাড়ি বাড়ি ঢুকে অনুসন্ধান৷ জঙ্গিদের আশঙ্কা,শহরের মধ্যেই কোথাও হয়তো লুকিয়ে আছেন ইরাকি সেনার কোনও সদস্য৷ নগরবাসীদের একাংশ যে আহত সেনাদের সেবা করছেন এমন সন্দেহও করছে জঙ্গিদের একাংশ৷
রামাদি দখল করার পরদিনই শহরের সর্বত্র বিজয়মিছিল চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা৷ মিছিলে সামিল করা হয় ইরাকি সেনার ফেলে যাওয়া ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়িগুলিও৷ রামাদি থেকে পালানোর সময় সেনাবাহিনী যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ফেলে গিয়েছে সেগুলি সবই দখল করেছে জঙ্গিরা৷
আইএস-এর থেকে রামাদি ফের কেড়ে নিতে প্রধানমন্ত্রী হায়দর আল-আবাদি-র বড় ভরসা শিয়া গণমিলিশিয়া বাহিনী হাশিদ শাবি৷ ইতিমধ্যেই এই বাহিনীর একদল সদস্য ট্যাঙ্ক নিয়ে রামাদির উদ্দেশে এগিয়ে গিয়েছেন৷ প্রধানত সুন্নি আদর্শে বিশ্বাসীদের বাসভূমি রামাদি শহরে শিয়া বাহিনীর প্রবেশ করার সম্ভাবনা মোটেই ভালো চোখে দেখছেন না ইরাকের বাসিন্দাদের একাংশ ৷ সুন্নি-পন্থী আইএস জঙ্গিদের থেকে শিয়া মিলিশিয়ার নগর দখলের যুদ্ধে তাই ভয়াবহ রক্তপাত আশঙ্কা করা হচ্ছে৷ – সংবাদসংস্থা
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।