দেশে আইএস নামে কোনো জঙ্গি সংগঠন নেই, দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ঘুরে দেখেছি, আইএস-এর কোনো অস্বিত্ব নেই।
শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, রাজধানীর গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা করে বিদেশিদের হত্যার ঘটনা ঘটেছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে।
তিনি বলেন, দেশে কোনো আইএস নাই। যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা এদেশীয় ইসলাম বিরোধী সন্ত্রাসী। তারা জেএমবি, হুজি, আনছার উল্লাহ বাংলাটিম। এদেরকে কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণির সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা প্রমুখ বক্তব্য রাখেন। (উৎস-জাগো নিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ১৩ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ