আইইবি’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ হোসাইনকে সংবর্ধনা

ইঞ্জিনিয়ার ইনিস্টিউট বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বিপুল ভোটে গত ৯ ফেব্রুয়ারী ঢাকা সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ সুবাদে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার আলীগঞ্জ পিটিআই অডিটরিয়ামে হাজীগঞ্জ শাহরাস্তি দুই উপজেলার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও হাজীগঞ্জের সাবেক ছাত্রনেতা খাজা সাফিউল বাসার রুজমনের সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মাওলানা মো. গিয়াস উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নরুর রহমান বেলাল, পৌর আওয়ামী লীগ নেতা আহসান উল্ল্যা মৃদ্ধা প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি পৌকশলী মোহাম্মদ হোসাইনকে নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন পেশা-শ্রেনীর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও ইসলামী সংগঠন ও হিন্দু সাম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Share