আগামি দু’এক দিনের মধ্যেই করোনাভাইরাস পরীক্ষায় বহুল আলোচিত গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের পরীক্ষামূলক ব্যবহারের ফলাফলভিত্তিক প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
মূল পরীক্ষামূলক কার্যক্রম শেষ হয়েছে আরো আগেই। পরে প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে, যা প্রায় শেষ পর্যায়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, প্রতিবেদনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দু-এক দিনের মধ্যেই সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরে ওই প্রতিবেদন পাঠানো হতে পারে।
এদিকে এই কিটের উদ্ভাবকদলের প্রধান ড. বিজন শীল বলেন, ‘অ্যান্টিবডি কিটের অনুমোদন পেলে আমরা দেখতে পারব দেশে সংক্রমণ মাত্রা কী পর্যায়ে আছে।’ তবে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিএসএমএমইউ থেকে প্রতিবেদন পাওয়ার পর ওষুধ প্রশাসন অধিদপ্তর বিষয়টি পর্যালোচনা করে অনুমোদনের বিষয়টি নিষ্পত্তি করবে।
ঢাকা ব্যুরো চীফ, ১৬ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur